জীবনযাপন

৬২ বছর ধরে চলছে সিঙ্গারার ব্যবসা

0
৬২ বছর ধরে চলছে সিঙ্গারার ব্যবসা

১৯৬০ সালে থেকে রংপুরের ব্যস্ততম এলাকা হাঁড়িপট্টি রোডে কালীবাড়ির পাশে প্রতিষ্ঠিত হয় ‘সিঙ্গারা হাউস’। এখন অবশ্য এটা শুধু একটা দোকান নয়, ঐতিহ্যও।
দেয়াল পাকা হলেও এখনো চলছে সেই পুরোনো ধাঁচের টিনশেডের সঙ্গে কাঠের সিলিং ঘোরা দোকানটিতে সারাদিনই ভিড় জমান শিঙাড়াপ্রেমীরা।

সন্ধ্যার পর গল্প-আড্ডায় হয়ে ওঠে জাঁকজমক। দূর-দূরান্ত থেকে মানুষ এসে খেয়ে যায় এখানকার শিঙাড়া।

২০২১ সালের নভেম্বরে রংপুর সফরের সময় দোকানটিতে শিঙাড়া খেতে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

জানা যায়, ১৯৬০ সালে রংপুরের এই ‘সিঙ্গারা হাউস’ প্রতিষ্ঠা করেন কানাই লাল সরকার। তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত হাল ধরে আছেন তার ছেলে ভবতোষ সরকার।

স্থানীয়দের মতে, প্রতিষ্ঠানটি সেই ৬২ বছর ধরে একইভাবে চলেছে। স্বাধীনতার আগে এখানে বিশিষ্ট নাগরিকদের আড্ডা ছিল বলেও জানান স্থানীয়রা। দূর-দূরান্তের লোকজন রংপুরে এলে এখানকার শিঙাড়ার স্বাদ নিতে আসেন। আর রংপুরের যার জীবিকার প্রয়োজনে জেলার বাইরে থাকেন, তারাও রংপুরে এলে একবার এই দোকানে ঢুঁ মারেন।

এখানকার শিঙাড়াপ্রেমীরা জানান, আকারে ছোট এ শিঙাড়ার স্বাদ অনন্য, অন্যান্য শিঙাড়া থেকে একবোরেই আলাদা।

আরও পড়ুনঃ জ্যোতির্বিজ্ঞানীরা গভীর মহাকাশে আলোর সবচেয়ে উজ্জ্বল ঝলকানি দেখে বিস্মিত

 

ফ্যান ঘোরার গতির ওপর বিদ্যুৎ খরচ নির্ভর করে?

Previous article

মানুষের চর্বির ব্যবহার হতো চিকিৎসায়!

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *